ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

রেজা আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

বিটপী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষ্যে ত্রিশালের দরিরামপুর নিজ কার্যালয়ে ‘রেজা এন্ড নাইমা আলী ফাউন্ডেশন’র উদ্যোগে সকালে কুরআনখানি, বাদ জহুর মিলাদ এবং দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। 
বিকালে স্মরণসভা অনুষ্ঠিত হবে। রেজা আলী ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারী চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে একটি হাসপাতালে মৃত্যুবরণ।

রেজা আলীর জন্ম ১৯৪০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। বাষট্টির ছাত্র আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বেশ কয়েক বছর জেলে ছিলেন। ১৯৬৩ সালে প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে তিনি সহকারী সাধারণ সম্পাদক হন। ষাটের দশকের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী ছাত্র আন্দোলন ও বৃহত্তর গণ-আন্দোলনে তিনি যুক্ত হয়ে পড়েছিলেন।

১৯৬৮ সালের দিকে রেজা আলী প্রথমে বিটপীকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। ১৯৬৯ সালে বিটপীকে অ্যাডভারটাইজিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন। আশির দশকে তিনি পোশাকশিল্পের সঙ্গেও যুক্ত হন।

সত্তর-আশির দশকে কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রেজা আলী। তিনি পরবর্তী সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লায়। তাঁর বাবা তোফাজ্জল আলী সেখান থেকে প্রথমে সংসদ সদস্য, পরে মন্ত্রী হয়েছিলেন।

রেজা আলী ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলায় বড় মৎস্য খামার গড়ে তোলেন। সেখানে বেশ কিছু সামাজিক, রাজনীতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, রেজা আলী এমন একটি জীবন যাপন করেছেন, যা প্রবাহিত হয়েছে বহু বর্ণিল নানা ক্ষেত্রের ভেতর দিয়ে, বিপ্লবী ও বৈপ্লবিক রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সৃজনশীলতা ও অভিনব উদ্যোক্তা হিসেবে। তিনি একজীবনে যাপন করেছেন বহু জীবন।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি