ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রেমডেসিভির উৎপাদন করছে দেশের ৬ প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৫ মে ২০২০

Ekushey Television Ltd.

নভেল করোনা ভাইরাসের চিকিৎসায় সবচেয়ে সম্ভাবনাময় অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। যা উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশে। ইতোমধ্যে ওষুধটি তৈরিতে দেশের ছয়টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। কোম্পানি ছয়টি হলো বেক্সিমকো, বিকন, এসকে-এফ, ইনসেপটা ও হেলথকেয়ার। এর মধ্যে এসকে-এফ কোম্পানির রেমডেসিভির ওষুধ আগামী ১৮ মের মধ্যে বাজারে আসবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) একটি সূত্র।

এর আগে মার্কিন বিজ্ঞানীরা দাবি করেন, করোনা রোগীদের চিকিৎসায় দেশটির কোম্পানি গিলিয়েড সায়েন্সেসের তৈরি রেমডেসিভিরের কার্যকরিতার বিষয়ে তারা সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষও (এফডিএ) হাসপাতালগুলোতে সংকটাপন্ন করোনা রোগীদের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে। 

গবেষণার বরাত দিয়ে মার্কিন সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি দাবি করেন, করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে রেমডেসিভির প্রায় ৩১ শতাংশ বেশি দ্রুততার সঙ্গে কাজ করছে। প্রায় ১১ দিনে সুস্থ হয়ে উঠছেন অনেকে। ওষুধটি প্রয়োগে কেউ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়নি বলেও জানান তিনি। 

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ওষুধটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়েডের সিইও ডেন ও’ডে জানিয়েছেন, চলতি সপ্তাহেই তারা ব্যাপকভাবে রেমডেসিভির উৎপাদনে যাবে। প্রথম পদক্ষেপ হিসেবে এ মুহূর্তে প্রায় ১৫ লাখ রেমডেসিভিরের ভায়াল দান হিসেবে উৎপাদন করা হচ্ছে। যদিও তার কয়েকদিন আগেই জানা গিয়েছিল চীনের ট্রায়ালে ওষুধটি ব্যর্থ হয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখনো এ ওষুধকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

জানা গেছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা আক্রান্তদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার হচ্ছে। রেমডেসিভিরের আগে এ ওষুধটিকেই করোনা চিকিৎসায় সবচেয়ে সম্ভাবনাময় ওষুধ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। যদিও এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। তবু বাংলাদেশি কয়েকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভিরসহ বিভিন্ন দেশে করোনার চিকিৎসায় ব্যবহৃত সম্ভাবনাময় কয়েকটি ওষুধ উৎপাদনে আগ্রহী হয়ে ডিজিডিএর কাছে আবেদন করে। এর পরই ডিজিডিএ থেকে রেমডেসিভিরসহ পাঁচটি ওষুধ উৎপাদনের জন্য কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি