ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রোকেয়া প্রাচী-শমী কায়সার একই আসনে মুখোমুখি

একুশে টিভি অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১৯:৫০, ১২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৫১, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রোকেয়া প্রাচী ও শমী কায়সার দুজনই দেশের জনপ্রিয় অভিনেত্রী। নিজ নিজ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন তারা। এবার এই দুই অভিনেত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান। তবে মজার ব্যাপার হলো, তারা দুজনই নৌকা নিয়ে ফেনী-৩ আসনে লড়তে চান। তাই তাদের মধ্যে মনোনয়ন নিয়ে চলছে ঠাণ্ডা লড়াই।

এক এলাকা থেকে ‍দুই জনপ্রিয় অভিনেত্রীর প্রার্থী হতে চাওয়া সাংঘর্ষিক কিনা এ ব্যাপারে রোকেয়া প্রাচী বলেন, পুরো বিষয়টি নির্ভর করছে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি যাকে ভালো মনে করবেন তাকে নমিনেশন দিবেন। এখানে আমার কিছু বলার নেই। আমি দলের হয়ে কাজ করি। যেই নমিনেশন পাক আমরা দলের হয়ে কাজ করবো।

এদিকে শমী কায়সার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবেন জানান। তিনি জানান, দুজন অভিনেত্রী একই আসন থেকে নির্বাচন করতে চাওয়াটা খারাপ কিছু নয়। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার মা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তাই মনে করেছি নির্বাচনে প্রার্থী হওয়া আমার দায়িত্বের ভেতর পড়ে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি