রোজিনা ও মান্নার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হবে
প্রকাশিত : ২১:০৩, ১৪ আগস্ট ২০২৪

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, তাদের বিরুদ্ধে থাকা এগুলো মিথ্যা মামলা।
২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়।
পরে শাহবাগ থানা-পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে রোজিনার বিরুদ্ধে ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির দুটি ধারায় মামলা করা হয়।
এমন আরও অনেক মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
এসবি/
আরও পড়ুন