ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রোবট তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত : ১৫:৪৬, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪৬, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মঙ্গলগ্রহে গিয়ে তথ্য-উপাত্ত এবং ছবি পাঠাতে পারবে এমন রোবট তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অগ্রদুত’ নামের এই রোবটটি এবছর যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব রোভার চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় প্রদর্শন করা হবে বলে জানান উদ্ভাবকরা। অগ্রদূত। মঙ্গলগ্রহে পাঠানো হলে সেখানে ঘুরে বেড়াতে পারবে অনাহাসে। অনুসন্ধান চালিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে সেখানকার আবহাওয়া, প্রকৃতি, ভূ-প্রকৃতির গঠনসহ সব কিছুর। মঙ্গল থেকে পৃথিবীতে ছবিও পাঠাতে সক্ষম অগ্রদূত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  যন্ত্রকৌশল বিভাগের ১৯ জন শিক্ষার্থী তৈরী করেছেন এই রোবটটি। সময় লেগেছে এক মাস। শিক্ষার্থীরা জানান, অগ্রদূত যে কোন পরিস্থিতিতে মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম। রোবটটিতে রয়েছে বিশেষ কিছু সেন্সর। যা যেকোন তথ্য বিশ্লেষণ করতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব রোভার চ্যালেঞ্জার্স প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে নিবন্ধিত হযেছে অগ্রদূত। পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সম্ভব নতুন নতুন রোবট। যা কৃষিসহ বিভিন্ন কাজে ব্যবহার সম্ভব বলেও জানান তারা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি