ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত হলে সমস্যার সমাধান হবে

প্রকাশিত : ১৯:১৯, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২২, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত হলে সমস্যার সমাধান হবে বলে মনে করেন সফররত আনান কমিশনের প্রতিনিধিদলের সদস্য ঘাশান সালামে। ঢাকায় নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের কাছে একথা বলেন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থিদের অবস্থা জানতে ২৮ জানুয়ারি ঢাকায় আসেন আনান কমিশনের  প্রতিনিধিদল। তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। কথা বলেন ভুক্তভোগী রোহিঙ্গাদের সাথে। পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দেন বিশিষ্ট নাগরিকরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্য  ঘাশান সালামে বলেন, শুধু ধর্মীয় কারণ নয় বরং মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও জীবিকার প্রশ্নগুলোও জড়িত। কাজেই তাঁদের নাগরিকত্বের সমস্যা সমাধান করাটাই অন্যতম প্রধান বিষয়। এদিকে প্রতিনিধিদল সদস্যরা সচিবালয়ে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে এবিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার ঢাকা ছাড়ার কথা রয়েছে দলটির। ফিরে গিয়ে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে মূল্যায়ন প্রতিবেদন দেবেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি