ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

লক্ষীপুরে বিএনপি মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ

প্রকাশিত : ১৪:০১, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:০১, ৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

লক্ষীপুরের রায়পুর উপজেলায় বিএনপি মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ করে মনোনয়ন পত্র প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চরমোহনা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলাম মিঠুকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এছাড়া আরও আটজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রায়পুর উপজেলা বিএনপি নেতারা জানান, বাড়ির সামনে থেকে মুখোশধারী দুর্বৃত্তরা মিঠুকে অপহরণ করে। পরে মারধর করে মনোনয়ন প্রত্যাহারের কাগজে জোর করে স্বাক্ষর নিয়ে নেয়। এরপর তাঁকে অচেতন অবস্থায় রায়পুর-লক্ষ্মীপুর সড়কে ফেলে রেখে যায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি