ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

 লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৪, ২২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৩:২০, ২২ জানুয়ারি ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। 

আজ বুধবার সকালে উপজেলার গুতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই সীমান্তের আমঝোল গ্রামের ওসমান আলীল ছেলে সুরুজ ইসলাম (১৮) এবং শাজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৭)।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহযোগিতায় সীমান্ত থেকে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধার ওসি ওমর ফারুক। 

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান বনচৌকি বিজিবি ক্যাম্পের কমান্ডার তাপস চন্দ্র জানান, নিহতরা ভারতীয় গরু নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনার সময় তাদের উপর গুলি বর্ষণ করেন ভারতের পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার সিতাই বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা। গুলিবিদ্ধ অবস্থায় তারা বাংলাদেশে ঢুকে মারা যান।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ বুধবার সকালে পত্র দিয়েছেন বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি