ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

লিভার ক্যান্সারের ঝুঁকি কমায় অ্যাসপিরিন: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ৯ অক্টোবর ২০১৮

পাঁচ বছরেরও বেশি সময় ধরে অ্যাসপিরিনের ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে বলে এক গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় ভালো ফল পেতে সপ্তাহে দুটি অথবা তার চেয়েও বেশি স্ট্যান্ডার্ড ডোজে অ্যাসপিরিনের ব্যবহার করতে বলা হয়েছে।

গবেষণাটি পরিচালনা করেছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ভিত্তিক যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা।

সম্প্রতি জ্যামা অনকোলজি জার্নালে(JAMA Oncology)গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষকরা প্রায় তিন দশক ধরে গবেষণাটি পরিচালনা করেছেন।

১৯৮০ সাল থেকে প্রায় এক লাখ ৭০ হাজার অংশগ্রহণকারীদের মধ্যে এ গবেষণাটি চালানো হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ হাজার ৮শ নারী এবং ৮৭ হাজার ৫শ পুরুষ নিয়মিত অ্যাসপিরিন ব্যবহার করেছেন। তাদের মধ্যে দেখা যায় লিভার ক্যান্সারে ঝুঁকি ৪৯ শতাংশ পর্যন্ত কমে গেছে।  

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি