ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৫:৫৫, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে বেড়েছে সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫টির, আর ৬৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪০৭ কোটি ২২ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬৭টির, আর ৪৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি