ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ১৭:১৪, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:১৪, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সূচকে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৯টি, কমেছে ১৫০টির, আর ৪৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪২৭ কোটি ৬৬ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৪ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৪১৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২০টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৯ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি