ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

লোক বাড়ছে রাজধানীতে, কমেছে যাত্রী ছাউনি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২২

আগে মানুষ ছিল কম কিন্তু যাত্রীছাউনি ছিল পর্যাপ্ত। এখন লোকসংখ্যা বাড়লেও কমেছে ছাউনির সংখ্যা। দুই সিটি করপোরেশনে ১৪০টি যাত্রীছাউনি থাকলেও বৃষ্টিতে তা একেবারেই অকার্যকর।

আড়াই কোটি মানুষের শহর ঢাকায় প্রতিদিন ঘরের বাইরে চলাফেরা করেন প্রায় ৫০ লাখ মানুষ। এতো এতো মানুষের চলাচলের জন্য নেই যাত্রীছাউনি। ক’বছর আগেও রাস্তার মোড়গুলোতে দেখা গেলেও সম্প্রতি উধাও ছাউনিগুলো। যে কারণে বৃষ্টি কিংবা রোদ থেকে আপাতত রক্ষা পাওয়ার উপায় নেই রাজধানীবাসীর।

জানতে চাইলে এক ভুক্তভুগী বলেন, যাত্রীছাউনিগুলো বিভিন্নভাবে দখল হয়ে গেছে, সিটি কর্পোরেশনের কেউ মনে হয় দেখার মত নেই।

আরেকজন বলেন, আমরাতো সরকারকে ট্যাক্স সবসময়ই দেই। কিন্তু যাত্রীছাউনি কেন নেই বুঝতে পারছি না। রাস্তার টোকাই থেকে শুরু করে হকাররা এগুলো দখল করে রেখেছে। 

এ পর্যন্ত একশ’র মতো ছাউনি তৈরী করেছে সিটি করপোরেশন। বাকি ৫০ থেকে ৬০ টি তৈরী করেছে স্কুল আর বেসরকারি প্রতিষ্ঠান। অথচ ১১৩ টি কোম্পানির পরিবহণ চলাচল করলেও যাত্রীদের জন্য তারা কোনো ছাউনি বানায়নি আজ অব্দি।

সন্ধ্যার আগে-পরে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ে মোড়গুলোতে। সে সময় ঝুঁকি নিয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় রাস্তার উপর।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি