ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

লোহিত সাগরে বিলাসবহুল রিসোর্ট বানাবে সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২ আগস্ট ২০১৭

পর্যটনকে জমজমাট করতে লোহিত সাগরের পশ্চিম উপকূলে ২০০ কিলোমিটারের মতো জায়গায় বিলাসবহুল রিসোর্ট বানাবে সৌদি আরব।

এজন্য বড় ধরনের পরিকল্পনা নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে লোহিত সাগরের বিভিন্ন স্থানে অন্তত ৫০টি দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

তেলের দাম নিয়ে সামনের অনিশ্চয়তা মোকাবেলায় পর্যটন থেকে আরও বেশি অর্থ আয়ে এসব দ্বীপ ও আরও কিছু জায়গায় নির্মাণ করা হবে বিলাসবহুল রিসোর্ট।

দ্বীপগুলোতে বিলাসবহুল রিসোর্ট করা হলে তা দেশী বিদেশী পর্যটকদের উৎসাহিত করবে। পাশাপাশি পর্যটন খাতের আয়কে বাড়িয়ে তুলবে।

পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সাল থেকে রিসোর্টগুলোর নির্মাণ কাজ শুরু হবে। আর একটি বিমানবন্দরসহ এসব স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে। এসব পরিকল্পনার মূলে আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

 

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি