ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

শনিবার থেকে সিএইচসিপিদের অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ২০ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বৃহত্তর ময়মনসিংহের সিএইচসিপিরা।

গতকাল বুধবার প্রায় ৫০০ সিএইচসিপি ময়মনসিংহের সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় দাবি আদায়ে শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তারাকান্দা উপজেলার সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ২০১৩ সালের ১৯ আগস্ট আমাদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেওয়া হয়েছিলো। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। তাই আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী নই। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে চাকরি রাজস্বকরণের ঘোষণা ছাড়া কেউই আমাদের ন্যায্য দাবির এ কর্মসূচি থেকে সরাতে পারবে না।

তিনি বলেন, দাবি আদায় না হলে আগামী ২৭ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তারপরও দাবি মেনে না নেওয়া হলে ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি