ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

জয় অপহরণ মামলা

শফিক রেহমানসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:২৫, ৬ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ  ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনছারীর আদালত এ আদেশ দেন।

শফিক রেহমান ছাড়া বাকি তিন জন হলেন- জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল উদ্দিন বলেন, শফিক রেহমান এতোদিন জামিনে ছিলেন। কিন্তু আজ আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে তার সেই আবেদন আদালত নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও সিনিয়র পুলিশ কমিশনার (রমনা জোন) হাসান আরাফাত আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

আর / এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি