ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

শব্দ সৈনিক আবুল কাশেম সন্দ্বীপের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১০ ডিসেম্বর ২০১৮

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠস্বর, শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দ্বীপের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করেন।
তার স্মৃতির স্মরণে তৎকালীন সাভার পৌরসভার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু সাভারের থানা রোডটি ‘আবুল কাশেম সন্দ্বীপ’ নামে নামকরণ করেন।
তিনি ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর সাভারের তালবাগস্থ নিজ বাসভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান। তার মৃত্যুর পর তার পরিবারের কোন প্রকার খোঁজ খবর নেয়নি কেউ।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি