ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া রুখবে যে প্রোটিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সাম্প্রতিক এক গবেষণায় এক ধরনের প্রোটিন আবিষ্কৃত হয়েছে যা সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সক্ষম। ওন্টারিওর গুয়েলফ ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণাটি করেছেন। গবেষকগণ জানান, ক্যাধেরিন-২২ নামের ওই প্রোটিন শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। বিশেষত স্তন ও মস্তিষ্কের ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়ার হার কমাতে সাহায্য করে এটি।

গবেষণার সঙ্গে জড়িত অধ্যাপক জিম উনাইক এ বিষয়ে বলেন, ক্যাধেরিন-২২ খুবই শক্তিশালী প্রোটিন। এ প্রোটিন রোগীর দেহে প্রথম ধাপে থাকা ক্যানসার গোটা শরীরে ছড়িয়ে পড়া প্রতিহত করে। ফলে রোগী তাড়াতাড়ি ক্যানসার থেকে মুক্তি পান ও সুস্থ হতে পারেন।

গবেষকরা আরও জানান, খুব কম অক্সিজেন রয়েছে এমন পরিবেশে ক্যানসার কোষের ওপর পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছেন তারা। এতে দেখা গেছে, টিউমারের মধ্যে থেকে অক্সিজেনের পরিমান কমিয়ে দিলেই তাদের শক্তি ক্রমশ কমতে থাকে। ক্যানসার কোষ থেকে প্রোটিন বের করে দেওয়া সম্ভব বলেও মত দিয়েছেন তারা।

 

সূত্র: জিনিউজ

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি