ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শহীদ ডা. আব্দুল আলীমের নামে লাইব্রেরী উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৫ ডিসেম্বর ২০১৯

শহীদ ডা. আব্দুল আলীম চৌধুরীর নামে একটি লাইব্রেরি উদ্বোধন

শহীদ ডা. আব্দুল আলীম চৌধুরীর নামে একটি লাইব্রেরি উদ্বোধন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ডা. আব্দুল আলীম চৌধুরীর নামে একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ডা. আব্দুল আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরীন চৌধুরী লাইব্রেরিটি উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান কোনওভাবেই ভুলে যাওয়া যায় না। আর তাই প্রতিটা ক্ষেত্রে তাদের স্মরণ রাখা আমাদের দায়িত্ব। আর সেজন্য হাসপাতালে এই লাইব্রেরির উদ্যোগ নিয়েছি আমরা। এখানে প্রতিদিন ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা করতে পারবে। 

লাইব্রেরিটিতে মোট ৬০টি আসন আছে, যেখানে পাঠকরা পড়ালেখা করতে পারবেন বলেও জানান ডা. উত্তম কুমার বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জায়া শ্যামলি নাসরিন চৌধুরী, কন্যা ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ছাড়াও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুল রশীদ।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি