ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

শহীদ ডা. মিলন দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৯:২৭, ২৭ নভেম্বর ২০১৮

শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের ২৭ নভেম্বর এই দিনে ঘাতকদের গুলিতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

সেই থেকে প্রতিবছর শহীদ ডা. মিলন সংসদ ২৭ নভেম্বর শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। মিলন হত্যার দুই যুগ পেরিয়ে গেলেও হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করা যায়নি এখনও। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি