ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

শহীদ সোলেমান হোসেনকে স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১৬ মার্চ ২০২৩

সভায় বক্তব্য রাখছেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দোপাধ্যায়

সভায় বক্তব্য রাখছেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দোপাধ্যায়

শহীদরা কখনোই মরে না, তাদের আত্মাহুতি অনুপ্রেরণা হয়ে সাহস যোগায় বলে মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

বুধবার বিকালে জাতীয় জাদুঘরে শহীদ সোলেমান হোসেন স্মরণে আলোচনা সভায় একথা বলেন তিনি। 

আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে উদ্বুদ্ধ হয়ে গোটা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তাই শুধু রাজধানী কেন্দ্রীক নয়, প্রান্তিক শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণের আহ্বান জানান তিনি। 

আলোচনায় একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দোপাধ্যায় বলেন, শহীদদের স্মৃতি মনে ও চেতনায় ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি