ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছেন নগর মেয়র

প্রকাশিত : ১৮:১৬, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৬, ৪ অক্টোবর ২০১৬

শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন নগর মেয়র। নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যে নিয়োজিত থাকবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন ও পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপের আশপাশ এলাকা আলোকিত করা, রাস্তা সংস্কার করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কাজ করবে সিটি কর্পোরেশন। এ ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট  ও কালুরঘাট কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন কর্মসূচির ব্যয়ভার সিটি কর্পোরেশন বহন করবে বলেও জানান মেয়র। পরে আরেকটি অনুষ্ঠানে প্রবাসীদের সহায়তায় দরিদ্রদের মধ্যে রিকশা বিতরন করেন সিটি মেয়র।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি