ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:১৭, ২৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। সোমবার দুপুরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা দুবাই এয়ারলাইন্সের ওই ফ্লাইটের (নং এফ জেড ৫৮৩) ২৪-এফ নং সিটে পরিত্যক্ত অবস্থায় ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি