ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালালে মিলল ২৩০ কেজির বোমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিলল ২৩০ কেজি ওজনের এক বিশাল বোমা। বুধবার (৯ ডিসেম্বর) বিকালে বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ এ বিশাল বোমাটি উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, বোমাটি এখন নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের একটি স্থানে মাটি খোঁড়ার সময় প্রায় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমাটি দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই তারা বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে যে এটি বোমা। যার ওজন ২৩০ কেজি। 

এদিকে, সিলিন্ডারটির ভেতরে সক্রিয় বিস্ফোরক রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বোমাটি নিষ্ক্রিয় করতে তাই বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

এছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের তাৎক্ষণিকভাবে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি