ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২০

আবহা বিমানবন্দরে ইয়েমেনিদের হামলা (ফাইল ফটো)

আবহা বিমানবন্দরে ইয়েমেনিদের হামলা (ফাইল ফটো)

Ekushey Television Ltd.

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে এই হামলা চালায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, গতকাল রোববার তাদের সামরিক ড্রোন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি সামরিক অবস্থানে এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুতভাবে আঘাত হানে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায়। এর এক সপ্তাহ আগেও ইয়েমেনি সামরিক বাহিনী আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

তবে সৌদি সামরিক বাহিনী জানিয়েছিল ওই হামলা তারা প্রতিহত করেছে এবং ভূপাতিত ড্রোনের কিছু টুকরো বিমানবন্দরের উপর পড়ে। আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেছিলেন, ওই ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয় নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি