শিক্ষাকে পণ্যে পরিনত করার পরিনাম আত্মঘাতি, সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান
প্রকাশিত : ১৯:২১, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২২, ৩১ জানুয়ারি ২০১৭
শিক্ষাকে পণ্যে পরিনত করার পরিনাম আত্মঘাতি হবে উল্লেখ করে সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীতে এক আলোচনায় তারা আরো বলেন, পাঠ্য পুস্তকে ভুল ভবিষ্যত প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেবে। এখনই পদক্ষেপ না নিলে দেশ গভীর সংকটে পরবে বলেও মনে করেন বিশিষ্টজনরা।
বাংলাদেশে শিক্ষা ধারার গতি প্রকৃতি শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বিশিষ্ট ব্যাক্তিরা তাদের মতামত তুলে ধরেন।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার ভেতরেও এখন রাজনীতি ঢুকে গেছে। বিশ্বের অন্যান্য দেশ যখন শিক্ষাকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ উল্টো পথে হাটছে। শিক্ষা বাণিজ্যিকিকরনের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনেকে আবার রাজপথে আন্দোলন না করে বাস্তবতার নিরিখে আলোচনার মাধ্যেমে সমাধানের পথ খোজার আহ্বান জানান। পাঠ্য পুস্তকে ভুলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবী জানান তারা।
পাঠ্য পুস্তকের ভুলের কারণে বিশেষ মহল যাতে সুবিধা নিতে না পারে সেব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন