ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলেন যারা, তারাই জাতির কারিগর

প্রকাশিত : ১২:০২, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০৩, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

একজন শিক্ষার্থীকে তিলে তিলে মানুষ হিসেবে গড়ে তোলেন যারা, তারাই প্রকৃতপক্ষে জাতির কারিগর। গাইবন্ধার লুৎফর রহমান তেমনি একজন। আর অধ্যাপক মমতাজ উদ্দিন শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু, যে শিক্ষকরা জাতিকে যোগ্য নাগরিক উপহার দিচ্ছেন, অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত ন্যায্য পাওনা থেকে। বিশ্লেষকরা বলছেন, কেবল শ্রদ্ধাই নয়, দেশের স্বার্থে শিক্ষকদের সম্মানী বাড়ানো প্রয়োজন। গাইবান্ধার একটি প্রত্যন্ত গ্রাম্য পাঠশালার চিত্র এটি। ৪০ বছর ধরে এখানকার বিভিন্ন গ্রামের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাঠ দান করেন এক টাকার মাস্টার খ্যাত লুৎফর রহমান। অস্বচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষাদানই হয়ে উঠেছে তার জীবনের ব্রত। আরেক শিক্ষকের নাম মমতাজ উদ্দিন আহমেদ। শিক্ষার আলো ছড়াতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুলপুকুরিয়ায় গড়ে তোলেন বয়েজ ও গার্লস স্কুল। শিক্ষকদের জন্য প্রতিষ্ঠা করেন গোবিন্দগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কলেজ। অধ্যাপক মমতাজ উদ্দিন না থাকলেও, তিনি রেখে গেছেন অসংখ্য আলোকিত মানুষ। তবে, অনেকক্ষেত্রেই শিক্ষকরা বঞ্চিত ন্যায্য পাওনা থেকে। আর শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়নোর তাগিদ এই শিক্ষাবিদের। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই শিক্ষকদের প্রতি মনযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন সবাই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি