ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

শিশু নয়নের প্রতি মানবিকতার নজির স্থাপন করলেন উচ্চ আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

আমিনুল ইসলাম নয়ন, বয়স ১৬ বছর। উচ্চ আদালতে এসেছেন। বছর দুয়েক আগে তার জীবনে ঘটে গেছে চরম দুর্ঘটনা। ২০২০ সালের তার মাকে মেরে ফেলেন তারই এলাকার রমজান ঢালি নামের এক ব্যক্তি।

ঘটনার পর থেকেই রমজান ঢালি কারাগারে ছিলেন। একাধিকবার জামিন চেয়েও হয়নি জামিন। ৩০ মার্চ তাকে জামিন দেন হাইকোর্ট। তবে দেয়া হয় এক ব্যতিক্রমি শর্ত। শিশু নয়নের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত ৪ লাখ টাকার এফডিআর করার নির্দেশ দেন। কারণ শিশুটির আর কেউ নেই।

এ সময় উচ্চ আদালতে ব্যতিক্রমি আদেশ দেয়। হত্যা মামলায় ভুক্তভোগীর ছেলেকে ৪ লাখ টাকা এফডিআর করে দেয়ার শর্তে হাইকোর্ট থেকে জামিন পেলেন ওই আসামি। 

বুধবার হাইকোর্টের সংশ্লিস্ট সোনালী ব্যাংকে শাখায় এফডিআর করতে শিশু নয়নকে হাজির করে খিঁলগাও থানা পুলিশ। এ ঘটনায় নমিনি করা হয় রাষ্ট্রের এক আইন কর্মকর্তাকে।

শিশু নয়ন তার মাকে মেরে ফেলার পর থেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। ২ বছর পর যখন ১৮ বছর হবে তখন এই এফডিআর ভেঙে ব্যবসা করার কথা জানায় সে।

আইনজীবীরা জানান, এ জামিনের ফলে মুল মামলার বিচারে কোন প্রভাব পড়বে না।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি