ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

শিশুসাহিত্যিক আলম তালুকদার আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ৮ জুলাই ২০২০

করোনায় আক্রন্ত হয়ে শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আলম তালুকদার মারা গেছেন। বুধবার বিকেলে তাঁর মৃত্যু হয়। আলম তালুকদারের মেয়ে নিপা বলেন, ‘ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবা মারা গেছেন।  গত শনিবার উনার করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে। ’

আলম তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ছড়াকার হিসেবে পরিচিত ছিলেন।   

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। নিজেকে ‘অবশিষ্ট মুক্তিযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন। ১৯৬৮ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু হয় তাঁর। কর্মজীবনে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক  ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছিলেন। 

তাঁর ছড়া এবং গদ্যের বইয়ের মধ্যে- ঘুম তাড়ানো ছড়া, প্যাচাল না আলাপ, মহাদেশ বাংলাদেশ উপদেশ, অবশিষ্ট মুক্তিযোদ্ধা, কেমন করে স্বাধীন হলাম, এক স্বাধীন তিন রাজাকার, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম উল্লেখযোগ্য। 

জীবদ্দশায় সাহিত্য কর্মের জন্য স্বীকৃতি ও বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন এই শিশু সাহিত্যিক।

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি