ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

শেষ পর্যন্ত নির্বচনি মাঠে থাকবে ঐক্যফ্রন্ট: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:২৩, ১৫ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে যত ভয়-ভীতি দেখানো শেষ পর্যন্ত মাঠে থাকবে ঐক্যফ্রন্ট বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মূখমাত্র মির্জা ফখরুল ইসলাম  আলমগীর।

আজ শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের পৌর পার্কের উডবার্ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এমন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেন, সরকার জোর করে, ভয়-ভীতি দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে জনগণকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি।

দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি ঠুঁটো জগন্নাথে পরিণত হযেছে। তারা সরকারের যে নির্দেশ তার বাইরে গিয়ে কাজ করতে পারছে না। সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী নির্বাচন কমিশনের কোনো নির্দেশ মানছে না।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া। এটি একটি অসম নির্বাচন হচ্ছে, নির্বাচনে কোন সমান্তরাল অবস্থান নেই। এসময় বগুড়ার ৭টি আসনের মধ্যে ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে গণসংযোগের উদ্দেশে বের হন মির্জা ফখরুল।

 

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি