ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ মাঠে

মোহাম্মদ কবীর

প্রকাশিত : ১১:০৯, ৭ এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি শেষ পর্যায়ে। চলছে বৈদ্যুতিক সংযোগ ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ। প্যান্ডেলের ভেতর ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারবেন। নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। 

প্রতিবারের মতো এবছরও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। পুরো ময়তানজুড়ে এখন প্রস্তুতির ব্যস্ততা। 

মুসল্লিদের ঈদের জামাত আদায়ে রাখা হয়েছে চারটি প্রবেশ পথ। এরমধ্যে ভিআইপি ও নারীদের জন্য রাখা হয়েছে আলাদা দুটি গেইট। আর নামাজ শেষে আরও তিনটি পকেট গেইট খুলে দেয়া হবে বেরোনোর জন্য।

গরম কমাতে ১ হাজার ফ্যানের ব্যবস্থাসহ ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ত্রিপল। এছাড়া দ্রুত পানি নির্গমনের জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা।

মঙ্গলবার মাঠের কাজ পুরোপুরি শেষ হওয়ার আশা করছেন শ্রমিকরা। একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি প্যান্ডেলের ভেতর ঈদের জামাত আদায় করতে পারবেন। 

ঈদগাহের প্রস্তুতিতে রয়েছে নিরাপত্তার বিষয়টিও। চলছে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ।

সুশৃঙ্খলভাবে ঈদের জামাত আয়োজনের লক্ষ্য সামনে রেখে থাকছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি