ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

শেষদিনে শুরু আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চতুর্থদিনের মতো দলীয় মনোনয়ন বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ সোমবার সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের ঘোষণা অনুযায়ী সোমবর সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিতরণ ও জমার কার্যক্রম। এরপর ১৪ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
এরপর মনোনয়ন বোর্ডে চূড়ান্ত হবে কে মনোনয়ন পাচ্ছেন। এরইমধ্যে প্রায় ৪ হাজারের বেশি ফরম বিতরণ হয়েছে।

তবে সোমবার সকালে অন্যদিনের তুলনায় ভিড় কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফরম জমাদানকারীদের ভিড় বাড়ছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি