ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শেয়ার আত্মসাতের মামলায় ৩ জনের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ১৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

জালিয়াতির মাধ্যমে শেয়ার আত্মসাতের মামলার সাড়ে ছয় বছর পর তিনজনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাদের নামে একজনকে বেকসুর খালাস দেন।

রায়ে পৃথক তিন ধারায় সাহিদা বেগম ও এনায়েত হোসেনের আট বছর কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তবে সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের তিন বছরের সাজা ভোগ করতে হবে। এছাড়া অপর আসামি আব্দুল আলিমের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় শেষে তিনজনকে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহজাহান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানার ফাহিম আল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ নভেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক মো. ইজাজ উদ্দিন আহমেদ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার বিচার চলাকালীন আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, সিরাজুল ইসলাম চৌরাঙ্গা ব্রিকস অ্যান্ড ডেভেলপারস কোম্পানির ১০০ টাকা মূল্যের চার হাজার শেয়ারের মালিক ছিলেন। ২০১২ সালের ১২ জানুয়ারি তিনি মারা যান। উত্তরাধিকার সূত্রে মামলার বাদী ফাহিম আল ইসলাম ৮৭৫টি শেয়ারের মালিক হন। তবে আসামিরা জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেন। এর মাধ্যমে আসামিরা চার হাজার শেয়ার আত্মসাৎ করেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি