ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

শ্রীমঙ্গলে মানুষের পায়ের দুটি অংশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ২১ জুন ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রাপাশা এলাকার একটি কচুরমুখি ক্ষেত থেকে মানুষের একটি পায়ের দুটি অংশ উদ্ধার করা হেয়েছে। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার (২১ জুন) সকালে এ খবর নিশ্চিত করেন মীর্জাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই কাশি চক্রবর্তী। 

তিনি জানান, পায়ের অংশ দুটি পঁচে দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের কমর থেকে হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে পায়ের নিচের অংশের আরেক টুকরো পাওয়া যায়। এর পাশে একটি বাজার করার ছোট প্লাস্টিকের থলে রয়েছে। 

ধারণা করা হচ্ছে প্লাস্টিকের ওই থলেতে পাটি ছিলো। শিয়াল বা কুকুর এটি টেনে বের করেছে। ক্ষেতের মধ্যে ওই থলে টেনে নেয়ার দাগ রয়েছে বলে জানান তিনি।

ফাঁড়ি ইনচার্জ আরও জানান, বডির অন্য অংশ উদ্ধারে চারদিকে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় কোন মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, পাটি দেখে অনেকে ধারণা করছেন- এটি কোন নারীর পা হতে পারে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি