ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

শয়তানের চিঠি: ৩০০ বছর পর উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইতালির সন্নাসিনী মারিয়া কোসিফিস্স ডেলার ওপর নাকি শয়তান ভর করেছিল। ওই সময় নাকি শয়তান তাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিলেন।

১৬৭৬ সালে এই ঘটনা ঘটে। তবে শোনা যায়, সারা রাত ধরে সেই চিঠি লেখার সময় চিৎকার করেছিলেন ডেল। বারবার জ্ঞান হারাচ্ছিলেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫।

ইতালির লুদার সাইন্স সেন্টারের গবেষকরা অনেক দিন ধরে চেষ্টার পর ওই চিঠির অর্থ খুঁজে পান। অর্থ খুঁজে পেতে তাদের সময় লেগেছে ৩শ বছর।

গবেষকরা সাংকেতিক ভাষায় লেখা ওই চিঠির কিছু অংশের অর্থ বের করতে সক্ষম হয়েছেন।

ওই চিঠিতে গ্রিক, আরবি, লাতিন ভাষার বর্ণ ব্যবহার করা হয়েছে। ওই চিঠিতে লেখা হয়েছে, সৃষ্টিকর্তা ভাবেন তিনি মানুষকে মুক্তি দিতে পারেন। কিন্তু এ ব্যবস্থা কারো ক্ষেত্রেই কাজ করে না।

তবে লুদার সাইন্স সেন্টারের পরিচালক এ চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, সম্ভবত সিজোফ্রেনিয়ায় ভুগতেন ওই সন্নাসিনী। বিভিন্ন ভাষার ওপর তার ভালো দখল ছিল। সে জন্যই তার দ্বারা এমন চিঠি লেখা সম্ভব হয়েছে।

সূত্র: মিরর

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি