ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংলাপে বসার আগ্রহ দেখিয়ে গণভবনে এরশাদের চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৩০, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসার আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়্যারম্যান হুসেইন মুহমম্মদ এরশাদ। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।

হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশি্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকালে বি. চৌধুরীর সভাপতিত্বে বিকল্প ধারার প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। এরই আলোকে প্রধানমন্ত্রীকে বি.চৌধুরী চিঠি লেখেন। একই ধরনের আরেকটি চিঠি বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্বাক্ষরে দেওয়া হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। বিকল্প ধারার সংলাপের আহ্বানে সাড়া দিয়ে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী বিকল্প ধারাকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

এরও আগে গত সোমবার সংলাপের প্রস্তাব দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠান ড. কামাল হোসেন। এর জবাবে গতকাল মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে ড. কামালকে চিঠি পাঠিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গণভবনে এই সংলাপ হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি