ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সঙ্ঘযাপন : আত্মপরতা থেকে পরার্থপরতায় উত্তরণের প্রেরণা

মারুফ ইবনে মাহবুব

প্রকাশিত : ১৬:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৯:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ব্যক্তির সীমাবদ্ধতা দূর করতেই দল বা সমষ্টির উদ্ভব। একার চেয়ে তাই গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি থাকে ‘সঙ্ঘে’র। যুগে যুগে সেজন্যেই গড়ে উঠেছে নানা ধরণের নানা মাত্রার সঙ্ঘ। বাংলাদেশেও রয়েছে এমন অনেক সঙ্ঘ। তার ভেতর কোয়ান্টাম এক ব্যাতিক্রমী নাম।

সেই সঙ্ঘকে প্রায় সিকি শতাব্দী ধরে কাছ থেকে দেখেছেন লেখক চিকিৎসক আতাউর রহমান। সেই দর্শন থেকে জন্ম নিয়েছে কিছু 'দর্শন', যা উঠে এসেছে তার প্রণীত মৌলিক গ্রন্থ 'সঙ্ঘযাপন' বইয়ের এক ডজন নিবন্ধে। ঝরঝরে লেখনির ভেতর দিয়ে তরতর করে এগিয়েছে লেখকের ভাবনা। উঠে এসেছে ব্যক্তিমানুষের জন্যে সঙ্ঘের অপরিহার্যতা। স্পষ্ট হয়েছে নিজের ভালো থাকা ও অন্যকে ভালো রাখার ক্ষেত্রে সঙ্ঘের গুরুত্ব, যা হয়তো অনেক 'বিচ্ছিন্ন' মানুষের জন্যেই জানা বোঝা জরুরি।

আমাদের জাতিগত মনস্তত্ত্ব বদলে দেয়ার ক্ষেত্রে নেপথ্যে বিশাল ভূমিকা রেখে চলেছে কোয়ান্টাম। সে বদল অবশ্যই নেতি থেকে ইতির দিকে। হতাশা থেকে আশার দিকে। ছোট স্বপ্ন থেকে বড় স্বপ্নের দিকে। আত্মপরতা থেকে পরার্থপরতার দিকে। সংকীর্ণতা থেকে বিশালতার দিকে।

বইটিতে এ বিষয়ের ওপরও কিছু আলোকপাত করা হয়েছে। সব মিলিয়ে বইটি সচেতন মানুষকে উদ্বুদ্ধ করবে ব্যাক্তিস্বার্থের উর্ধ্বে উঠে সামষ্টিক স্বার্থে লীন হতে। সঙ্ঘের মাধ্যমে বড় লক্ষ্য অর্জনে উৎসাহী হতে। অনুপ্রাণিত করবে বৃহৎ-এর কল্যাণে নিজের সংকীর্ণতা ঝেড়ে বাইরে বেরিয়ে আসার।

সঙ্ঘযাপন 
লেখক : আতাউর রহমান
প্রকাশক : টইটম্বুর
প্রচ্ছদ : ফজলে খোদা
মূল্য : ১৫০ টাকা (২৫% ছাড়ে)

'সঙ্ঘযাপন' পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার টইটম্বুর স্টলে (স্টল নং : ৭৫৭) এবং ঘরে বসে বাতিঘর ও রকমারিতে।

বাতিঘর ঢাকা 01973-304344, বাতিঘর চট্টগ্রাম 01733-067005, বাতিঘর সিলেট 01842-304344, বাতিঘর রাজশাহী 01761-304344
রকমারি- https://www.rokomari.com/book/378914/songojapon

লেখক ও সমাজকর্মী

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি