ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সচল বিআরটিএ’র সার্ভার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২০ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

পুনরায় সচল হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সার্ভার। ইতিমধ্যেই সকল সেবা কার্যক্রম চালু হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে সার্ভার চালু হওয়ার কথা জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যেমন রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর প্রদান ইত্যাদি সকল সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। 

এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে বিআরটিএ সার্কেল অফিস থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। 

এর আগে, গত মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বনানী ও মিরপুরে বিআরটিএ সার্ভার আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্থাটির সকল কার্যক্রম স্থগিত ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি