ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সন্ত্রাস আর নৈরাজ্য ঠেকাতে প্রয়োজন মাদকের বিস্তার বন্ধ করা

প্রকাশিত : ১২:৫৭, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১২:৫৭, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দেশে সন্ত্রাস আর নৈরাজ্য ঠেকাতে আগে প্রয়োজন মাদকের বিস্তার বন্ধ করা। এজন্য পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, মাদক নিয়ন্ত্রনে নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক সেবীদের মানসিক চিকিৎসাও দেয়া হচ্ছে। মাদক এক ভয়ানক আতংকের নাম। নিত্যনতুন ভাইরাসের মতো মাদকেরও আছে অভিনবত্ব। এরই ধারাবাহিকতায় হেরোইন, গাঁজা, ফেনসিডিলকে হার মানিয়েছে ইয়াবা। এক সময় এই ইয়াবা উচ্চ বিত্তের কাছে থাকলেও এখন সব শ্রেনীর মানুষের হাতের নাগালে। গবেষণায় দেখা গেছে, ৬১ শতাংশ মানুষ বন্ধুর পাল্লায় পড়ে আর ২৯ শতাংশ কৌতূহল বশে মাদক নিচ্ছে। পারিবারিক পরিবেশ আর মানসিক ভারসাম্যহীনতার কারনেও মাদকাসক্ত হচ্ছে অনেকে। দু’বছর ধরে এই মাদকসেবী ইয়াবা সেবন না করলেও, পাড়া-মহল্লায় তার পরিচিতি ঠিকই ইয়াবাখোর হিসেবেই। তাই সর্বস্তরের মানুষের সচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসক। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বলছে, মাদক নিয়ন্ত্রনে কাজ চলছে পুরোদমে। তবে মাদক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন খোদ জাতীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন বোর্ডের এই সদস্য। সর্বস্তরে মাদকের ছোবল থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি