ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সরকার গত তিন মেয়াদে দেশে ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২৫ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গত তিন মেয়াদে দেশে ছোট বড় মোট ১ হাজার ১৩১টি সেতু নির্মাণ করেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি জানান, নির্মিত সেতুগুলির মধ্যে ২০টি সেতু ৫০০ মিটারের বেশি এবং ১৬৫টি সেতু ১০০ থেকে ৫০০ মিটার দৈর্ঘের মধ্যে নির্মিত হয়েছে। চলতি অর্থবছরে আরও ২০টি সেতু নির্মাণের কাজ চলছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি