ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকার চাপ অনুভব করছে না: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙ্গে দেওয়ার প্রস্তাব যদি তাঁরা দেয় সেটা নিয়েও আলোচনা হবে। তবে, এসব নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না বলেও জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৭ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় কোন বিষয় প্রাধান্য পাবে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, দল ও জোটের সঙ্গে বৈঠকের পর সংলাপের সার সংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই সেটি ঠিক করবেন।

এবারের সংলাপ ছোট পরিসরে হবে এমনটি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্ট আজই নাম পাঠাবে। যেহেতু ছোট পরিসর, তালিকা ওরকমই হবে। সেটা দেখে আমাদেরটা ঠিক হবে। আলোচনার পরিসরও ছোট হবে কিনা তা এখনই বলা সম্ভব না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, বিএনপি তো এ বিষয়ে কিছু বলেনি। আর তাছাড়া প্যারোলে মুক্তি হয় সাধারণত কয়েক ঘন্টার জন্য। অথবা কোনো কারাবন্দি যদি অসুস্থ হন সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

এর আগে গতকাল রোববার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করুক।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি