সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার আহবান
প্রকাশিত : ১৮:১৬, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১৬ জানুয়ারি ২০১৭
সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম এ সালাম।
জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে গ্রামে গঞ্জে যুবলীগ নেতা-কর্মীদের কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক জাফর আহমেদ, সহ-সম্পাদক সেলিম উদ্দীন সহ জেলা যুবলীগ নেতারা।
আরও পড়ুন