সরকারের সাফল্যে বিএনপি হতাশ মন্তব্য করেছেন ওবায়দুল কাদের
প্রকাশিত : ১৩:৪৭, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ১৩ জানুয়ারি ২০১৭
সরকারের সাফল্যে বিএনপি হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীতে অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণে বর্তমান সরকারের সাফল্যের চিত্র ফুটে উঠেছে। আর এই সাফল্যে হতাশ হয়েই বিএনপি নেতারা সরকারের সমালোচনা করছেন। সকাল দশটায় ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে ৫ হাজার কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় তিনি বলেন, আগামীতে রাস্তা বন্ধ করে কোনো সমাবেশ করতে দেয়া হবে না। ২৫ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পূণর্মিলনী অনুষ্ঠান হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন বলেও জানানো হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে।
আরও পড়ুন