ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সাংবাদিক নিহত এবং ছাত্রলীগ নেতা আহতের প্রতিবাদে সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল

প্রকাশিত : ০৯:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় পৌর মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়া এবং ছাত্রলীগ নেতা আহতের প্রতিবাদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকে শাহজাদপুরে অর্ধদিবস হরতাল চলছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই হরতাল চলবে বেলা ১২টা পর্যন্ত। হরতালের কারণে শাহজাদপুর উপজেলা সদরের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। নগরবাড়ি-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচলও কম। ভোরে হরতাল সমর্থকরা মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ডে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। সাংবাদিকরাও হরতালে সমর্থন জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে মিছিল করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি