সাংবাদিকদের গণজিডি’র বিষয়ে তদন্ত প্রতিবেদন
প্রকাশিত : ১৮:১১, ২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১১, ২ ফেব্রুয়ারি ২০১৭
খাগড়াছড়িতে ৩৬ সাংবাদিকের জীবনের নিরাপত্তা চেয়ে করা গণজিডি’র বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তে দিদারুল আলম ও তার ছেলেসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে এটি জমা দেয়া হয়। ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের ফটো সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকরা মানববন্ধন করেন। এ’সময় পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। এর প্রেক্ষিতে সাংবাদিকরা থানায় সাধারণ ডায়রি করেছিলেন।
আরও পড়ুন