ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:২২, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ির সামনের অংশ। ‘কী দিয়ে তৈরি করা হয়েছিল সাইকেল?’ সম্প্রতি এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে।

সেখানে দেখা যাচ্ছে একটি সাইকেলের ধাক্কায় বেঁকে গিয়েছে গাড়ির সামনের অংশ। সেই ছবিতে কমেন্টের পাশাপাশি বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের।

এই অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের শেনজেন শহরে। আশ্চর্যজনক ভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি!

এই ছবিটি সামনে আসতে স্বাভাবিক ভাবেই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ছবিটিকে এডিটিংয়ের কারসাজি বলেও উল্লেখ করেছেন। কিন্তু সেই দাবি নস্যাত্ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে ঘটনাটি সত্যি। এ সম্পর্কিত সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

ভিডিও

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি