ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সাইবার অ্যাটাকের ঝুঁকি বাড়‌ছে বাংলাদেশে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৩১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রযু‌ক্তির দ্রুত সম্প্রসার‌ণের সঙ্গে সঙ্গে বাংলাদেশে সাইবার অ্যাটাক বাড়‌ছে। সবসময় ওঁত পেতে র‌য়ে‌ছে সাইবার অপরাধীরা। তাই সাইবার হামলা মোকা‌বেলায় তরুণ-তরুণী‌দের পাশাপা‌শি ‌ডি‌জিটাল ডিভাইস ব‌্যবহারকারী‌দের আরো বে‌শি সতর্ক ও স‌চেতন হ‌তে হ‌বে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল লিটারেসি সেন্টা‌রের উদ্যোগে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলা‌দেশ-‌টিএম‌জি‌বি`র সহ‌যো‌গিতায় গণমাধ্যমকর্মীদের জন্য ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠা‌নে এ গুরুত্বা‌রোপ ক‌রেন প্রযু‌ক্তি বি‌শেষজ্ঞরা।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তথ‌্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব এন এম জিয়াউল আলম।

এসময় তি‌নি ব‌লেন, আমাদের ডিজিটাল ডিভাইসগুলোও এখন নিরাপদ নয়। সাইবার ঝুঁকি যেমন বাড়‌ছে, ‌তে‌মনি এ ব‌্যাপা‌রে দেশব‌্যাপী স‌চেতনতা বাড়া‌তে সরকার সতর্ক র‌য়ে‌ছে। পাশাপা‌শি সাইবার জগতে বড় ধরনের অঘটন এড়া‌তে সবার সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই ব‌লেও মন্তব্য করেন তি‌নি। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদকর্মীদের জন্য আইসিটি বিভাগের এমন আয়োজন সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা ছড়িয়ে দি‌তে সহ‌যো‌গিতা কর‌বে।

টিএম‌জি‌বি'র সভাপ‌তি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ খায়রুল আমীন, টিএম‌জি‌বি'র   সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ এবং নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্পের প‌রিচালক মোহাম্মদ সাইফুল আলম খান বক্তব‌্য রা‌খেন।

অনুষ্ঠানে ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কনসালটেন্ট জহিরুল ইসলাম খান। 

প্রশিক্ষণে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এতে অংশ নেয়ার মাধ্যমে গণমাধ্যমকর্মীরা সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, গুজব, অনলাইন প্রাইভেসি, ডিজিটাল ফুটপ্রিন্টসহ বি‌ভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনে সক্ষম হন এবং বাস্তব জীবনে এই জ্ঞানের প্রয়োগের মাধ্যমে ডিজিটাল জগতকে আরো নিরাপদ করে তুলতে পারবেন গণমাধ‌্যমকর্মীরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ শেষে ডিজিটাল লিটারেসি সার্টিফিকেট প্রদান করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি