সাঈদীর ছেলে মাসুদ সাঈদী কারাগারে
প্রকাশিত : ১৪:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

সাজাপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
টিআর
আরও পড়ুন