ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

সাগরের প্রাণী বাঁচাবে রোবট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

রোবট জেলিফিশ। সাগরের নিচে গিয়ে যে সব স্থানে প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে তথ্য পাঠাবে এটি। শুধু তাই নয়, মাইক্রো প্লাস্টিকের মতো ক্ষতিকর জিনিসগুলো শুষে নেবে। সম্প্রতি এমনই বিশেষ রোবট তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

জেলিবট নামের রোবটটি সমুদ্রের নিচে তার শরীর থেকেই শক্তি উৎপন্ন করে চলাফেরা করবে। এ ছাড়া চাইলে এতে ক্যামেরা ও অন্য ক্ষুদ্র যন্ত্রপাতিও সংযোজন করা যাবে।

বিজ্ঞানী এরিক এনজিবার্গ জানান, এরই মধ্যে তারা এ ধরনের একাধিক রোবট পানিতে নামিয়ে পরীক্ষা করেছেন। তারা দেখেছেন, রোবটগুলো সমুদ্রতলের বিশাল চাপ সহ্য করে সেখানকার জেলিফিশের ঝাঁকের সঙ্গে মিশে যেতে সক্ষম। ভবিষ্যতে জেলিবটগুলোকে ক্ষতিগ্রস্ত প্রবাল প্রাচীরগুলোয় পাঠানো যাবে বলে মনে করছেন তিনি।

সূত্র: ডেইলি মেইল

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি