ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

সা’দ ইস্যুতে মুরব্বিদের ব্রিফিং দুপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩৪, ২০ জানুয়ারি ২০১৮

 

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মুরব্বিদের ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মাওলানা সা’দ বিতর্ক ও তাবলিগ ইস্যুতে সৃষ্ট জটিলতা কেন্দ্র করে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মাহফুজ জানান, দুপুর ২টার দিকে বিদেশি তাঁবুতে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানে হাজী সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুফতি নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করবেন।

চলতি বছর বিশ্ব ইজতেমায় ভারতের নেজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির বিতর্কিত বক্তব্যের কারণে তাবলিগ জামাতের দুটি গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই ঢাকা আসেন তিনি। ইজতেমায় যোগ দেওয়ার জন্য তার ঢাকায় আগমনকে ঘিরে সংগঠনটির একাংশের কয়েকশো অনুসারী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে কাকরাইলে নিয়ে যাওয়া হয়। অবশেষে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়েই সফরসঙ্গীদের নিয়ে ১৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় ঢাকা ত্যাগ করেন মাওলানা সাদ কান্ধলভি।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি