ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক সচিব আব্দুল আউয়ালের স্ত্রী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাবেক সচিব (সিএসপি) আব্দুল আউয়ালের স্ত্রী মিসেস ফেরদৌস মহাল আউয়াল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বনানী জামে মসজিদে আজ বাদ এশা মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মিসেস ফেরদৌস মহাল আউয়াল নারী উন্নয়ন ও সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল আউয়াল। মন্ত্রণালয়ে দায়িত্বের পাশাপাশি তিনিও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি